শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্ন এখনও আমা‌কে নিরন্তর ভেং‌চি কাটে

৪ তা‌রি‌খেই মোটামু‌টি নি‌শ্চিত -পতন আসন্ন। ড: মিলন হত্যাকা‌ন্ডের পর‌দিন থে‌কে বিশ্ব‌বিদ্যালয় বন্ধ। দু’ঘন্টা সময় ‌দি‌য়ে হল ভ্যা‌কেট কর‌তে বলা হয়। চ‌লে আ‌সি বিশ্ব‌বিদ্যালয় ছে‌ড়ে।

স্হানীয় ছাত্র রাজনী‌তি তখন আগু‌নের মত ফুঁস‌ছে। সকা‌লে বা‌ড়ি থে‌কে বে‌ড়ি‌য়ে যাই। বা‌ড়ির পা‌শের ক‌লেজ ছাত্রাবা‌সের কোন রু‌মে ব‌সে সারা‌দি‌নের প‌রিকল্পনা ঠিক ক‌রি। ক‌লেজ ক্যাম্পা‌সে মি‌ছিল চ‌লে দিনভর। “এক দফা এক দাবী……”
সন্ধ্যা হ‌তেই তিন চার গ্রু‌পে ভাগ হ‌য়ে বি‌ভিন্ন প‌য়েন্টে অবস্হান নেই। ছোট্ট উপ‌জেলা শহ‌রের অ‌লিগ‌লি‌তে দাঁ‌ড়ি‌য়ে থা‌কে পু‌লিশ। মি‌ছিল বের হ‌লেই বেধড়ক লা‌ঠি চার্জ অথবা ধ‌রে নি‌য়ে থানার লক আ‌পে পু‌রে দেয়। প‌রের দিন জেলা সদ‌রে চালান।
কিন্তু সন্ধ্যায় পু‌লি‌শের সা‌থে একটা মজার খেলা জ‌মে ও‌ঠে আমা‌দের। পুরাতন শহীদ মিনার প‌য়েন্ট থে‌কে ১৫-২০ জ‌নের মি‌লিত ক‌ণ্ঠে জোর শ্লোগান ও‌ঠে,”জ্বা‌লো জ্বা‌লে আগুন জ্বা‌লো….।” মাথায় হেল‌মেট হা‌তে ঢাল নি‌য়ে সবগু‌লো পু‌লিশ ছুু‌টে আ‌সে আমা‌দের দি‌কে। সা‌রিবদ্ধ ‌দোকা‌নগু‌লোর পেছন থে‌কে শুরু হয় ইষ্টক বর্ষণ। পু‌লি‌শদের ব্যাস্ত রা‌খি। এ সু‌যো‌গে অন্য প‌য়েন্ট থে‌কে বে‌রি‌য়ে আ‌সে জঙ্গী মি‌ছিল। পু‌লিশ‌দের অবস্হা তখন ‘ছে‌ড়ে‌দে মা কেঁ‌দে বাঁ‌চি।’
মধ্যরা‌তে আ‌রেক যন্ত্রনা। বা‌ড়ির দরজায় পু‌লিশ হা‌জির। বিশ্ব‌বিদ্যালয় থে‌কে ফি‌রে একরাতও বাসায় থা‌কিনা। সামা‌জিক আ‌ত্মীয়তার কার‌নে রাত কাটাই জাতীয় পা‌র্টির সভাপ‌তির বাসায়। “সা‌পের বাসায় ঘো‌ঘের বাস।” একদম নিরাপদ আশ্রয়।
রাত দশটার বি‌বি‌সি’র খবর শু‌নি রে‌ডিও‌তে। সারা‌দে‌শের আ‌ন্দোল‌নের খবর আর পরবর্তী প‌নের দল সাত দ‌ল পাঁচ দ‌লের কর্মসূ‌চি জে‌নে নেই।

সকা‌লে বা‌ড়ি ফির‌তেই মা’র অ‌গ্নিমু‌র্তি,
“তুই রাজশাহী চ‌লে যা।”
“ইউ‌নিভা‌র্সি‌টি‌ তো বন্ধ মা।”
“বা‌ড়ি‌তে পু‌লিশ আ‌সে আমার ভয় লা‌গে।”
“ক‌য়েকটা দিন মা আর আস‌বে না।”

৬‌ ডি‌সেম্বর রাত দশটা। বি‌বি‌সি’র সংবাদ পাঠ‌কের ভরাট ক‌ণ্ঠের উচ্চারন, “অব‌শে‌ষে পদত্যা‌গে বাধ্য হ‌লেন বাংলা‌দে‌শের স্বৈরাচা‌রী প্রে‌সি‌ডেন্ট জেনা‌রেল এরশাদ। আজ বঙ্গভব‌নে উপরাষ্ট্রপ‌তি……

মূহু‌র্তে মি‌ছি‌লে মি‌ছি‌লে প্রক‌ম্পিত হ‌য়ে ও‌ঠে আমার ছোট্ট শহর বীরগন্জ। সে মি‌ছি‌লের অগ্রভা‌গে থে‌কে পা মেলা‌তে মেলা‌তে নতুন দি‌নের স্বপ্ন বু‌নি। ‌সে স্বপ্ন গণত‌ন্ত্রের শক্ত ভি‌ত্তির, বৈষম্যহীন সমাজ ব্যবস্হার, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্হার, অসাম্প্রদা‌য়িকতার,ভা‌তের অ‌ধিকা‌রের, ভো‌টের অ‌ধিকা‌রের, সুশাস‌নের, তিনদ‌লের রূপ‌রেখা বাস্তবায়‌নের।

আজ থে‌কে ছা‌ব্বিশ বছর আ‌গে দেখা আমার সেসব স্বপ্ন এখনও আমা‌কে নিরন্তর ভেং‌চি কে‌টে চ‌লে।

লেখক-সুভাষ দাশ
কলামিষ্ট ও রাজনীতিবিদ
বীরগঞ্জ,দিনাজপুর

Spread the love