শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’

নির্মিত হলো সৈকত ইসলামের কাহিনি ও সংলাপ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’।

সম্প্রতি মোহাম্মদপুরের মনোরম লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। ফ্যাশন আউটলেট ‘আর্ট’ নিবেদিত ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’র পরিচালনায় এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন স্বপ্নবাজ আবীর।

পোস্ট প্রোডাকশন: স্বপ্নবাজ স্টুডিও, প্রধান সহকারী: রাকিবুল হাসান, স্থিরচিত্রে: স্বদীপ, প্রমোশন: সুহৃদ টিম।

স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-সুরিয়া জান্নাত ববি, নাহিদ আহমেদ, সৈকত ইসলাম, আদর সাহা, আবির হাসান, পাপ্পু, আসিফ, বাশার বিল্লাহ্।

কাহিনি সংক্ষেপ: সভ্যতার সূচনা থেকে আজো একটি শ্রেণি আর্তমানবতার জন্য নিঃস্বার্থে কাজ করে যায় যেমন, তেমনি আবার একটি এলিট শ্রেণি নাক সিটকানো স্বভাব নিয়ে লোক দেখানোর জন্য লাখ লাখ টাকায় কোরবানি করে যায়। নির্বিচারে শপিং করে, নানাদামি রেস্টুরেন্টে খায়। তবুও মানুষের বিপদে, দেশের বিপদে এসব তথাকথিত উন্নাসিক উচ্চবিত্তদের অনেক সময়ই পাশে পাওয়া যায় না। এমনই বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছে ‘একটি মানবিক গল্পের উপাখ্যান’।

শিগগিরই একটি ইউটিউব চ্যানেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে।

Spread the love