শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে দিনাজপুর সরকারি কলেজের আনন্দ শোভাযাত্রা

রফিক প্লাবন, দিনাজপুর ॥- স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষে দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়।

পরে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন কমিটির আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বাছেদ মন্ডল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম।

বক্তারা বলেন, আমরা কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করায়, উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিক যোগ্যতা অর্জন করেছি। আমাদেরকে আরো ছয় বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আলোচনা সভা শেষে কলেজের সাংস্কৃতিক এক্য জোটের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিথ ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকার।

Spread the love