শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল: কাদের

করোনাভাইরাস ইস্যুতে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে দলীয়ভাবে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারিভাবে ২৬ শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে। সরকারি প্রোগ্রাম বাতিলের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে ঘোষণা করেছিলাম, সে কর্মসূচিও বাতিল করা হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে এখনো আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব চলছে অনেক। এসব থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, করোনাভাইরাসকে যুদ্ধ হিসেবে বিবেচনা করে চলমান ক্রান্তিলগ্নে সবাইকে যাবতীয় নিয়ম নীতি মেনে নিজে বেঁচে থেকে অন্যকে বাঁচাতেও তৎপর থাকতে হবে। ওবায়দুল কাদের বলেন, পিপিই ও অন্যান্য সরঞ্জামে ঘাটতি আছে তবে এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। কিছুই নেই এটা বলা যাবে না।

এদিকে দেশের বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে সব বাস চলাচল বন্ধ করে দেয়া হবে কিনা-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। তবে প্রয়োজনে করা হতেও পারে। 

Spread the love