শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছায় রক্তদান করে আসছে ফ্রেন্ডস ব্লাড ব্যাংক

শুভ শর্মা : ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কিছু তরুণ এর উদোগ্যে প্রতিষ্ঠা হয় ফ্রেন্ডস ব্লাড ব্যাংক। এর পরিচালনা কাজ হচ্ছে ফেসবুক গ্রুপ এর মাধ্যামে। এখন পর্যন্ত প্রায় ৮০ জন দুস্থ ভালো অসহায় রোগীকে সেচ্ছায় রক্তদান করেছে। সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন জানান আমাদের লক্ষ্য সেবা প্রদান করা এবং তা সেচ্ছায়, বিভিন্ন রক্তদানকারী সংগঠন আছে যারা শুধু পরিচিতদের রক্ত দিয়ে সাহায্য করে। আবার কেউ আছে রক্ত দেবার নাম করে বিভিন্নভাবে টাকা দাবী করে। আমরা এখন পর্যন্ত প্রায় ৮০ জনকে রক্ত দান করেছি। কারও কাছে এক টাকা দাবী করিনা। আমাদের আগামীতে ব্লাড গ্রুপিং ক্যাম্প, জরুরী নাম্বার তৈরি করা, ব্যানার লিফলেট প্রচার প্রচারণা, রক্তদানের উপকারিতা বোঝানে, এবং রক্ত দান করা নিয়ে সামাজিকভাবে ভিডিও নির্মাণ। বর্তমান ৮ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি আছে। সংগঠনের উপদেষ্টা হচ্ছেন শিল্পীজামান। কমিটির সভাপতি মনোয়ার হোসেন, পরিচালক রিপন রানা, সাংগঠনিক কৃষ্ণকান্ত শীল ও আরো অনেকে। এবং কি সংগঠনটি পীরগঞ্জের চাহিদা পূরণের পাশাপাশি পুরো ঠাকুরঁগাও ও দিনাজপুর এর ফেসবুক নেটওয়াকিং এ রক্তদানের কাজ করে। তাদের ইচ্ছা নিজ চাহিদা পূরণের পাশাপাশি সারা দেশে নেটওয়াকিং রাখবে। সংগঠনের ফেসবুক গ্রুপ:

প্রয়োজনে: ০১৭১৯৩২৩০৪৭
০১৭১৭৭৪৭৮১১
০১৭৩৭৯৫৮৩৪২

Spread the love