শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে রওশনের শ্রদ্ধা

Rousanরবিবার দুপুর ১টায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।এ সময় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছিলেন না। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকদের জানান, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্যস্ত থাকায় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে পারেননি। এর আগে দুপুর ১২টায় সংসদ থেকে সাভার স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ গুলশানে রওশন এরশাদের বাসার নিচে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে ১৫ জানুয়ারি সংসদীয় দলের সভায় স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিল জাতীয় পার্টির প্রতিনিধিদলের। দুপুর ১টার দিকে জাতীয় পার্টির সংসদীয় দল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ও শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে।

Spread the love