শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারে মধ্যে অর্থ সহায়তা প্রদান কর্মসূচী উদ্বোধন

কবিরুল ইসলাম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন পাওয়ার্ড প্রকল্পের মাধ্যমে ৪নং ডাঙ্গীপাড়া ও ৩নং বকুয়া ইউনিয়নের ২ হাজার উপকারভোগী পরিবারের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারন্যান নুরুল ইসলাম। ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নুরুল ইসলাম, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার, এম. জে. আরিফ বেগ, উপজেলা পরিষদ (মহিলা) ভাইস চেয়ারম্যান, নাজমা পারভিন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, আব্দুর রশিদ প্রমূখ। বক্তরা সকলেই ইসলামিক রিলিফ বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। পরিবারগুলিতে উৎপাদনশীল সম্পদ বৃদ্ধি তথা আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য পর্যায়ক্রমে প্রতিটি পরিবার কে ৫ হাজার ৫শত টাকা করে মোট ১১ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে, স্বাগত বক্তব্যে, ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রকল্প, হরিপুর উপজেলা শাখার সমন্বয়কারী মনির হোসেন জানান। তিনি আরও বলেন অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের জন্য এ প্রকল্পটি ৩ বছর মেয়াদে কাজ করবেন।

Spread the love