শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হলের খাবার খেয়ে হাবিপ্রবির ৭ ছাত্রী হাসপাতালে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইভি রহমান হলের খাবার খেয়ে কমপক্ষে ২০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতের খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নাজিয়া আনজু (২৫), রুকসানা (২৪), বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে লুবানা (২১) ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে রেখা রায়, রতি মণ্ডল, রুনা খাতুন ও তাহমিনা আক্তারকে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে রয়েছে।

এ ব্যাপারে হল সুপার ড. গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে ডাল, মুরগির মাংস, সবজি ও ভাত দেওয়া হয়েছিল। কিভাবে এ ঘটনা ঘটল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’

Spread the love