মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হল থেকে বিতাড়িত হল রুয়েট ছাত্রদলের ২০ নেতা

Image000সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২০ নেতাকে
দুটি হল থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত সাড়ে
১১টার দিকে রুয়েটের শহীদ শহিদুল ইসলাম ও শহীদ আব্দুল হামিদ হল থেকে
ছাত্রদলের নেতাদের হল ছাড়া করা হয়।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীরা জানায়, শুক্রবার রাতে ১৮দলের নতুন
কর্মসূচি ঘোষণার সাথে সাথে রাত ১১টার দিকে ক্যাম্পাসের ৫টি হলে ছাত্রদল
নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় তারা সারা দেশের মতো রুয়েটেও
সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীদের জানাতে বিভিন্ন
স্লোগান দিতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ শহিদুল
ইসলাম ও শহীদ আব্দুল হামিদ হল থেকে অন্তত ২০জন নেতাকর্মীকে রাতে হল থেকে
তাড়িয়ে দেয়। ছাত্রদলের ওই নেতাকর্মীদের আর হলে উঠতে দেয়নি ছাত্রলীগ।
এ বিষয়ে জানতে চাইলে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান
হিমেল বলেন, রাতে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের সাংগঠনিক সম্পাদক প্রান্ত
ও যুগ্ম সাধারণ সম্পাদক সিফাইন ও রাসেলের কক্ষ ভাঙচুর করে। পরে আমরা
ছাত্রদলের নেতাকর্মীদের হল থেকে তারিয়ে ক্যাম্পাস ছাড়া করি।
তবে কক্ষ ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে রুয়েট ছাত্রদলের আহ্বায়ক আহমদ আলী
বলেন, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার পর আমাদের নেতাকর্মীরা হলগুলোতে থাকা
আবাসিক শিক্ষার্থীদের বিষয়টি জানাতে গেলে ছাত্রলীগ আমাদের ২০ নেতাকে হল
ছাড়া করে। তারা এখনও হলের বাহিরে থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো
উদ্যোগ নেয়নি বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক বলেন, আমি বিষয়টি শুনেছি
এবং মীমাংসা করার চেষ্টা করছি।

Spread the love