বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাকিমপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্ম জয়ন্তি পালন

Hakimpur Robindronatনানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুর জেলার হাকিমপুরে পালিত হয়েছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্ম জয়ন্তি। দিবসটি উপলক্ষ্যে বাংলা ও হিলি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর উদ্দোগে সকাল ১১টায় ভারত-বাংলাদেশ সীমন্তের শূন্য রেখা থেকে একটি শোভাযাত্রা বের হয়। এসময় সীমান্তের শুণ্য রেখায় সংগঠনের শিল্পীরা কিছুক্ষন দাঁড়িয়ে রবীন্দ্র সঙ্গীত ও নিত্য পরিবেশন করেন। পরে শোভা যাত্রাটি বন্দরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বিকেলে নরারুন পাঠাগার ও ক্লাব চত্বরে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, হিলি সকল কলাকুশলীবৃন্দ অংশগ্রহন করেন।

Spread the love