শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাকিমপুরে বিরামপুরের বালু সন্ত্রাস মুশফিকুরের ড্রেজার মেশিন জব্দ

রমেন বসাক  : দিনাজপুরের হাকিমপুরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোনের দায়ে ২টি ড্রেজার মেশিন জব্দ করেছেন। তবে এসময় ইজারাদার ও তার লোকজনেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক কিংবা কোন অর্থদন্ড করা সম্ভব হয় নাই।
আদালত ও স্থানীয় সূত্রে জানাযায়, জেলার বিরামপুর উপজেলা সদরের প্রভাবশালী বালু খেকো মুশফিকুর রহমান নামক এক ব্যক্তি হাকিমপুরের যমুনা নদীর মাধবপাড়া নামক বালুর ঘাট চলতি হালসনে (১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত) ইজারা নেন। কিন্তু তিনি শুরু থেকে ইজারাকৃত দাগের বালু উত্তোলন না করে এর বাহিরের দাগের বালু লুট করে চলেছেন এতে করে একদিকে সরকার যেমন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে পাশাপাশি কৃষি জমি ও মাধবপাড়া গ্রামটি ভাঙ্গনের মুখে পড়াসহ নদীটির গতি পথ ঘুরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবিষয়ে গত ২০১৭ সালের ৪ ডিসেম্বর একই গ্রামের মেহের আলীসহ ৬৮ জন কৃষক ও গ্রামবাসী হাকিমপুর ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করেন এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দ্বিমত প্রকাশিত হয়। এর দীর্ঘদিন পরে হলেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। উল্লেখ তিনি নদীটির হাকিমপুরে আরও ১টি ঘাটসহ জেলার বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় আরও বেশ কয়েকটি বালুরঘাট ইজারা নিয়েছেন। সে গুলোরও চিত্র একই।

Spread the love