মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতীবান্ধায় সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি ॥ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ্ লতিফের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবী করেছেন দলিল লেখকরা।
শুক্রবার সকালে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে এক সংবাদ সম্মেলনে এ দাবী তুলেন দলিল লেখক সমিতির সম্পাদক আব্দুল কাইয়ুম। সংবাদ সম্মেলনে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখক লাইসেন্স নবায়নের নামে উৎকোচ গ্রহন ও বিভিন্ন অজুহাতে হয়রানিসহ বেশ কিছু অভিযোগ তুলেন ধরেন দলিল লেখকরা। এ সময় দলিল লেখক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
তবে দলিল লেখকদের ওই সব অভিযোগকে মিথ্যাচার দাবী করে হাতীবান্ধা উপজেলা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ্ লতিফ বলেন, কতিপয় দলিল লেখকের অনিয়মকে প্রশ্রয় না দেয়ায় আমার বিরুদ্ধে একটি মহল অপ্রচার চালাচ্ছে।
লালমনিরহাট জেলা রেজিস্ট্রার তাপস রায় বলেন, আমি জেলায় নতুন এসেছি। তেমন কিছু বলতে পাবো না। খোজঁখবর নিয়ে বলতে হবে।
Spread the love