শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে অপেক্ষমান তালিকা হতে পুনঃভর্তি ৩১ মার্চ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০১৪ সালের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকাভূক্ত ছাত্র-ছাত্রীদের পুনঃ ভর্তি কার্যক্রম ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হবে। বিভিন্ন অনুষদে কিছু ছ্ত্রা-ছাত্রী ভর্তি বাতিল করায় সর্বমোট ৩৭টি এবং মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন শূন্য হয়েছে।
এ-ইউনিট (এগ্রি বিজনেস) ১৫টি, বি-ইউনিট (টেলি কমিউনিকেশন) ৬টি, সি-ইউনিট (বিজ্ঞান/মানবিক) ৬টি, ডি-ইউনিট (এগ্রি ইঞ্জিনিয়ারিং) ৬টি, ই-ইউনিট (ইংরেজী) ৪টি, মুক্তিযোদ্ধা (ঊঊঊ) ১টি।
হাবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, আগামী ৩১ মার্র্চ, ২০১৪ সোমবার উক্ত তালিকাভূক্ত ছাত্র-ছাত্রীদের সকাল ১০টা হতে দুপুর ১২টার মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে। রিপোর্টকৃত উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ঐদিনই তালিকার মেধাক্রম অনুসারে শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

 

Spread the love