বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবি’তে কৃষি বিষয়ক উপাত্তের পরিসংখ্যানিক ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবি, দিনাজপুর ঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে হেকেপ প্রকল্পের সহায়তায়  বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপি কৃষি বিষয়ক উপাত্তের পরিসংখ্যানিক ব্যবহার শীর্ষক কর্মশালা পরিসংখ্যান বিভাগ সেমিনার কক্ষে শুরু হয়েছে।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের শিক্ষক  ড. ইরফান আলী খন্দকার।

উল্লেখ্য, কর্মশালায় কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Spread the love