শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবি’তে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার ও যৌনহয়রানি সম্পর্কিত আলোচনা সভা

হাবিপ্রবি, দিনাজপুরঃ  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে এক আলোচনা সভা বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শাখা প্রধান, নৈতিকতা কমিটি, কোরকমিটি ও মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগ কমিটির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আলম খন্দকার।

সভায় পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খানসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম।

আলোচনা সভায় বার্ষিক শুদ্ধাচার ও যৌন হয়রানি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। অভ্যন্তরীন অডিট শক্তিশালীকরণ এবং যৌন হয়রানির অভিযোগ বক্সকে সিসি ক্যামেরার আওতামূক্ত স্থানে স্থাপন করতে বলা হয়।

Spread the love