শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে “সমাজে মাদকের বিস্তার ও মাদকাসক্তি রোধে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৯ জানুয়ারী সোমবার বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যায়ের ২নং অডিটরিয়াম হলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী ও প্রচারণা ২০১৮ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আয়োজনে এবং রোটারী ক্লাব অব দিনাজপুর ও রোটার‌্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ দিনাজপুর এর সহযোগিতায় “সমাজে মাদকের বিস্তার ও মাদকাসক্তি রোধে ছাত্র ও শিক্ষক সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব এইচএসটিইউ দিনাজপুরের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর রোটারী ক্লাব এর প্রেসিডেন্ট মোঃ সহিদুর রহমান পাটোয়ারী (মোহন), রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর জোন এর চেয়ার পার্সন রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

Spread the love