শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে স্থাপত্যে অনুরণন শীর্ষক বিভিন্ন প্রকল্প প্রদর্শণী

হাবিপ্রবি, দিনাজপুরঃ  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের তত্ত্বাবধানে “স্থাপত্যে অনুরণন” শীর্ষক দুইদিনব্যাপি বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের ছাত্র শিক্ষক (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন স্থাপত্য প্রকল্প প্রদর্শণীর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উক্ত প্রদর্শণীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মারুফ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ রাজিব হাসান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান এস এম নাঈম হোসেন মিথুনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৪-১৫ এপ্রিল অনুষ্ঠিত এবারের প্রদর্শণীতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা প্রায় ১৮০ টি প্রকল্প উপস্থাপন করেন। স্থাপত্য প্রকল্পগুলো প্রদর্শণীতে আর্থিক সহায়তা করেন বার্জার পেইন্টস ও সড়ক ও জনপথ বিভাগ, দিনাজপুর।

Spread the love