শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির ভিসিকে প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি : অভিযোগে ছাত্র নেতাকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ভিসি’র অবিলম্বে প্রত্যাহার ও বিচার দাবী করেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখা।

৫ নভেম্বর বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডি-বক্স চত্বরে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা বলতে চাই সব সময়ই যে কোন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে সাংবাদিকরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন এবং আমাদের যে আন্দোলন চলছে তাতে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। বর্তমান ভিসি বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার প্রতি সরাসরি প্রতিহিংসা মূলক আচরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়ের মোবাইলের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় এক জনকে আটক করে। আমরা বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ বিষয়টি আইন গত ব্যবস্থা নেওয়ার আহবান জানাই। প্রাথমিক ভাবে এস আই বিশ্বজিৎ সহ আরো ২-৩ জন এস আই এবং কয়েকজন সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সম্মুখে সেই ছেলে তাকে সহযোগীতা করার জন্য বহিরাগত তার বন্ধু মনির নামক এক ব্যক্তির নাম উলে­খ করে সেই সময় ভিসি প্রতিহিংসা মূলক ভাবে সেই ছেলেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে দেখিয়ে ছেলেটিকে বলে এদের মধ্যে কেউ তোমার সাথে ছিল কিনা। ছেলেটি সবার সামনে বলে আমি ক্যাম্পসে কাউকে চিনি না। পরবর্তীতে আমরা জানতে পারি ভয় ও লোভের মাধ্যমে ছেলেটিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ অন্যদের নাম বলতে বাধ্য করে। অন্যথায় ছেলেটিকে বিভিন্ন মামলায় ফেলানোর মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ খবর শুনে আমরা ছাত্র-উপদেষ্টা প্রক্টরদের সাথে যোগাযোগ করলে তারা বলে এই ছেলে সবার সামনে স্বীকার করে যে সে সভাপতি, সাধারণ সম্পাদকে সে কখনও দেখেনি এবং কোন যোগাযোগও ছিল না । আমরা আবার বলি নোংরা রাজনীতি না করে সুষ্ঠু তদন্ত করা হোক। এই ঘটনার ২-৩ ঘন্টা পরে আমরা হঠাৎ রাত সাড়ে ৮ টার সময় জানতে পারি সাধারণ সম্পাদক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন এবং ডি-২ হল সভাপতি জাহিদ সহ মোট ২ জনকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। তা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সমস্ত নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ছাত্র/ছাত্রীরা রাস্তায় নেমে আসে এবং রাত ৯টা থেকে ২টা পর্যন্ত একাডেমীক ও প্রশাসনিক ভবনের সামনে এবং পরবর্তীতে ভিসির বাসভবনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য জোরালো অবস্থান নেয়। আজ সকালে হঠাৎ করে ভিসি ক্যাম্পসে সকল প্রকার মিছিল মিটিং অবৈধ ঘোষনা করে। ভিসি সম্পূর্ণ ভাবে জামাত-বিএনপির দালাল হিসেবে কাজ করে যাচ্ছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকেরএই প্রেস কনফারেন্স এর আয়োজন করি। আজ পেছনে তাকালে দেখা যায় এই প্রফেসর মোঃ রুহুল আমিন ১৯৮৮ সালে ইন্সট্রাক্টর হিসেবে এই এগ্রিকালচারাল ট্রেইনিং ইন্সটিউট (এ.টি.আই) এর চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে (এ.টি.আই) কৃষি কলেজ হওয়ার পর কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পান। তখন থেকে তিনি তার লোকাল ক্ষমতা দেখিয়ে বিশ্ববিদ্যালয়কে নিজের পৈত্রিক সম্পত্তিতে পরিনত করার চেষ্টা চালাচ্ছে। তিনি ৯১-৯৫ পর্যন্ত বিএনপি-জামাত এর সাথে প্রত্যক্ষ ভাবে স্বাধীনতা বিরোধী বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করে। জামাতের নেতা মাওলানা মজিবরের সাথে তার ঘনিষ্ট বন্ধুত্ব রয়েছে। এবং বিভিন্ন সময় তাদেরকে এক সাথে দেখা গেছে। ভিসি তার মায়ের হজ্ব এবং এই মজিবরের ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছিল। ৯৬-২০০০ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত বড় বড় পদে নিজেকে অধিষ্টিত করে। সে সময় তিনি গাড়ি, পরিবহন ব্যবসা করেন। এবং বিশ্ববিদ্যালয়ের তেল, বাসের চাকাসহ অনেক জিনিসের অবৈধ ভাবে ভোগ শুরু করে। এ সময় প্রথম তার বিরুদ্ধে ছাত্র লীগের আন্দলোন শুরু হয়। তিনি নিজে ছাত্রলীগের ২৩ জন নেতা কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়। প্রয়োজনে তাদেরকে আপনাদের সামনে যে কোন সময় নিয়ে আসতে পারব। পরবর্তীতে ২০০১-০৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হন। এবং নিজেকে আওয়ামীলীগবিরোধী বলে জাহির করতে থাকে। তিনি বিএনপি-জামাতের এজেন্ট হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে ধ্বংস করার পায়তারা করছেন। তৎকালীন সময় বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে দূনীতির কারনে অনেকই সিন্ডিকেট হতে পদত্যাগ করেছিলেন কিন্তু বর্তমান ভিসি সেই সময় এই সব দূনীতির বিরোধিতা তো করেননি বরং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল। সেই সময় তিনি ১৯টি ক্রয় কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নেয়। এবং বিএনপি-জামাতের কোটি কোটি টাকার দুর্নীতির বৈধতা দেয়। ৭ই নভেম্বর রিজেন্ট বোর্ডের সদস্য সহ এই বর্তমান ভিসি এর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ছবি বিএনপি-জামাতের দোসরেরা আগুন দিয়ে শহিদ মিনার চত্তরে পুড়িয়ে দেয়। কিন্তু এই ভিসি সেদিন কোন প্রতিবাদ করেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি ১৮ মাস ভিসি’র দায়িত্ব পালন করেন। এ সময় ছাত্রলীগের সভাপতি প্রদীপ কুমার রায় সহ অনেক নেতা কর্মীকে বহিষ্কার করেন। ২০০৮ সালে তিনি আওয়ামীলীগের কর্মী হিসেবে নিজেকে রহস্য জনক ভাবে জাহির করতে থাকে। সে সময় তিনি সকল কমিটিতে প্রধান হিসেবে অধিষ্টিত হন এবং লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে থাকেন। ২০০৮-১৩ পর্যন্ত তিনি ছাত্রলীগের নির্দোষ নেতা কর্মীদের বহিষ্কার করতে থাকে। সর্বশেষ ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে বিএনপি-জামাতের আক্রমনে বিশ্ববিদ্যালয়ের হল গুলোর প্রায় ২ কোটি টাকা ক্ষতি গ্রস্থ হয় এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় কে হত্যার পরিকল্পনা হিসেবে বিএনপি-জামাত জোট মারাত্বক ভাবে জখম ও আহত করে। দোষীদের কোন রূপ শাস্তির আওতায় আনতে কোন ব্যবস্থা গ্রহন করেনি বরং মুমূর্ষু অবস্থায় হাসপাতালে একবার পর্যন্ত দেখতেও যায়নি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন একটি সামান্য ঘটনাকে অজুহাত করে কোনরুপ তদন্ত কমিটি গঠন, আত্মপক্ষ সমর্থন যাচাই বাছাই ছারাই সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন এবং ডি-২ সভাপতি জাহিদ কে বহিষ্কার করে। এই ব্যাপারে ছেলেটির পরীক্ষায় জালিয়াতীর ভিডিও চিত্র এবং তথ্য প্রমান ভিসিকে অবহিত করতে চাইলে তিনি অরুন কান্তি রায় সিটন কে ‘‘মালাওনের বাচ্চা তুই কিভাবে রাজনীতি করিস আমি দেখে নিব’’ বলে ধর্মের উপর গালি দিয়ে আঘাত হানে। যা স্পষ্টতঃ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে ধ্বংস করার নীল নকশা। আমরা এই বিশ্বাস ঘাতক, আজন্ম ছাত্রলীগ বিরোধী ও স্বাধীনতা বিরোধী যাহা উপরের বক্তব্য থেকে স্পষ্ট প্রমানিত। আমরা এই মিথ্যা বাদি জ্ঞান পাপি স্বাধীনতা বিরোধী ভিসি’র অবিলম্বে প্রত্যাহার ও বিচার দাবি করছি। একই সাথে ছাত্রলীগের বিরুদ্ধে সকল প্রকার বানোয়াট ও মিথ্যা অপবাদের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বহিষ্কার আদেশ প্রতাহারের আহবান জানাচ্ছি। অন্যথায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের ভি.সি একক ভাবে দায়ি থাকবে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ হাবিপ্রবী শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমি, প্রত্যুষ রায়, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম সুজন, কিশোর কুমার রায়, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Spread the love