বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবি’র শিক্ষক ও গবেষকদের সাথে ব্যান্সডক এর তথ্য সেবা সম্পর্কিত মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এর তথ্য সেবা সম্পর্কিত এক মতবিনিময় সভা রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

ব্যান্সডক-এর মহাপরিচালক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান ও আই. আর. টি’র পরিচালক প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান মো. আব্দুর রউফ বিন আবেদীন।

মতবিনিময় সভায় ব্যান্সডক-এর কর্মকর্তা মো. মিজানুর রহমান ব্যান্সডকের বিভিন্ন সেবা ও কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, জ্ঞান সৃষ্টি ও বিতরণ এককভাবে সম্ভব হয় না। এর জন্য পারিপার্শ্বিক সহযোগীতার প্রয়োজন হয়। ব্যান্সডক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে তথ্য সেবা প্রদান করছে তা কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও ছাত্রদের তিনি আহবান জানান। সেই সাথে তিনি সকলকে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে বলেন।

 

Spread the love