শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবির শিক্ষার্থী মাসুমের অকাল মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের লেভেল -৪, সেমিস্টার -২  এর ছাত্র মাসুম বিল্লাহ কান্ট্রিট্যুরে অবস্থানরত অবস্থায় গতকাল সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ……  রাজিউন) । তার অকাল মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুঃ আবুল কাসেম ।এক শোক বার্তায়  তিনি বলেন এ ধরনের অকাল মৃত্যু মেনে নেয়া খুব কঠিন , এর চেয়ে বড় কষ্ট মা বাবার জন্য আর কিছু হতে পারেনা। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন  এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানা যায় মাসুমের এ্যাজমার(শ্বাসকষ্ট) সমস্যা ছিল। পতেঙ্গা সমুদ্রের সৈকতে বিচ দেখে গাড়িতে উঠার পূর্ব মুহূর্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ট্যুরে থাকা তার বন্ধুরা  জানান আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল , সব সময় ঔষধ সাথে রাখতে হতো । ধূলা বালিতে সমস্যা আছে , কান্ট্রি ট্যুরের অংশ হিসেবে আজ পতেঙ্গা সমুদ্রের সৈকত দেখে গাড়িতে উঠতে আসার সময় তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং অজ্ঞান হয়ে গেলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ও ফিরেছিল কিন্তু এর ৩০ মিনিট পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।মাসুমের বাসা ঢাকায় এবং গ্রামের বাসা কুমিল্লায়।

Spread the love