শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হাবিপ্রবি খুলছে আজ

টানা ১৯ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) খুলছে।

পবিত্র রমজান-ঈদ-উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৪ মে থেকে ১৯ দিনের জন্য ছুটি ঘোষনা করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ।

পবিত্র রমজান, জুমআতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১০ জুন পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। আজ ১১ জুন হতে পুনরায় যথারীতি সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। এদিকে, টানা ১৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় খুলছে। এতে আবাসিক হলগুলোতে সোমবার (১০ জুন) থেকেই ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। মুখরিত হয়ে উঠছে আবারও ক্যাম্পাস।

Spread the love