শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হারলেই বাদ কুমিল্লা!

প্রথম কোয়ালিফায়ারে খেলার সবচেয়ে বড় সুবিধা হলো হারলেও ফাইনালে খেলার আরেকটি সুযোগ পায় দলটি। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শীর্ষে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুটি সুযোগই পাচ্ছে। কিন্তু দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলছেন উল্টো কথা। হারলেই বাদ, এমন ভাবনা নিয়ে মাঠে নামাচ্ছেন তার সাবেক চ্যাম্পিয়ন দলকে। এই ভাবনাটাই ঢুকিয়ে দিয়েছেন তামিম ইকবালের দারুণ দলটির গভীরে।

শেষ দুইদিন টানা দুই ম্যাচ খেলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক অনুশীলন ছিলো না কুমিল্লার। তবুও পাকিস্তানি ফখর জামান ও ক্যারিবিয়ান ব্রাভো ভাইদের নিয়ে নিয়ে ঐচ্ছিক অনুশীলনে চলে আসেন সালাহউদ্দিন। অনুশীলনের ফাঁকে দুইটা সুযোগ থাকার কতোটা সুবিধা জানতে চাওয়া হয় কোচের কাছে। উত্তরে এই হাই প্রোফাইল দেশি কোচ বললেন, ‘আমরা ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলেই বাদ পড়ে যাব।’ শুক্রবার সন্ধ্যা সাতটায় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ কুমিল্লার।

আর এমন কথা কেন, সেই ব্যাখ্যাটাও শুনুন সালাহউদ্দিনের মুখে, ‘আমি চিন্তা করছি যে আমাদের আর একটা ম্যাচই আছে। ওটা আমরা কিভাবে ভালো করে খেলতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমরা যদি কাউকে বিশ্রাম দিয়ে থাকি সেদিনও আমাদের জেতার পূর্ণ ইচ্ছা ছিল। এই ধরনের টুর্নামেন্টে যেকোন সময় মোমেন্টাম হারালে হয়ত হীতে বিপরীত হতে পারে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা তাই ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’

তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে উইকেট নিয়ে দুশ্চিন্তায় আছে কুমিল্লা। কদিন আগেই এ উইকেট নিয়ে কথা বলায় বিসিবির কাছ থেকে শো-কজও খেয়েছেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের কাছ থেকে এবার তাই ভিন্ন এক জবাবের আশা কোচের। সালাহউদ্দিনের ভাষায়, ‘এই ধরনের উইকেটেও তামিম আগে ভাল ভাল ইনিংস খেলেছে বিশেষ করে দুইটা টেস্ট জিতিয়েছে। আশা করব তামিম এই উইকেটে ভাল করে দেখাবে যে তার স্কিল লেভেল কতটা ভালো।’

Spread the love