শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হারিকেন জ্বালানোর দিন শেষ হওয়ার পথে -এমপি গোপাল

মো. রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এক সময় রাতের আঁধার কাটাতে হারিকেন জ্বালিয়ে ঘরকে আলোকিত করতে হতো। এখন আর সেই হারিকেন সহসা দেখতে পাওয়া যায় না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে। যাতে আমাদের নতুন প্রজন্মদের কষ্ট করে কম আলোতে লেখাপড়া করতে না হয়। এক কথায় হারিকেন জ্বালানোর দিন শেষ হওয়ার পথে। তারা যেন বিদ্যুতের আলোয় ভালোভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ তৈরি হয়। তাই বিদ্যুতের আলোয় আমাদের সন্তানদের জীবনকে আলোকিত করতে হবে।

১৬ জুলাই সোমবার কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে ছাতইল, নির্মইল, তারগাঁও ও বগদইর গ্রামে ৭২ লাখ টাকা ব্যয়ে ৩১৫ টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, সব ক্ষেত্রে সরকার উন্নয়ন কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। যা বিগত কোনো সরকার করতে পারেনি।

তাড়গাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন, উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম দীলিপ বর্মন, তারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ¦ মো. মাজেদুর রহমান খোকন ও ইউপি সদস্য সঞ্জয় রায়। ১৮ লাখ টাকা ব্যয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় তারগাঁও ইউনিয়নের ইছাইল চৌধুরীপাড়া লতিফের বাড়ির মোড় পর্যন্ত হেরিং বোন্ড রাস্তার উদ্বোধন ও তাড়গাঁও ইউনিয়নে ৫ লাখ টাকা ব্যয়ে সাহাপুর (হাটি) শিবমন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠানটির পরিচালনা করেন তাড়গাঁও ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম।

Spread the love