শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হারিয়ে যাচ্ছে গরুর হাল

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘হাল বয়া যায় হালুয়া ভাইয়ারে’ এখন আর এই গানও শোনা যায় না, গরুর হালও চোখে পড়ে না। দিনাজপুরের কাহারোলে এক প্রকার হারিয়ে গিয়েছে গরুর হাল। একসময় কৃষকেরা গরুর হাল দিয়েই জমি চাষ আবাদ করে আসছিল কিন্তুু এখন আধুনিক প্রযু্িক্তর কাছে হারিয়ে গেছে এক সময়ে কৃষকের জমি চাষ আবাদের একমাত্র সম্বল গরুর হাল। হয়তো কিছু দিনের মধ্যে আর চোখেই পড়বে না এই গরুর হাল। কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের কৃষক রাখাল চন্দ্র রায় এখনোও ধরে রেখেছে প্রাচীন ঐতিহ্য গরুর হাল। তার সঙ্গে কথা বললে, সে জানায় আমার ৪বিঘা আবাদী জমি রয়েছে আর আছে ১টি গরুর হাল। এই গরুর হাল দিয়ে দীর্ঘ দিন যাবৎ জমি চাষাবাদ করিয়া আসছি। সে আরও জানায় কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষ করার মজায় আলাদা কারন গরুর হাল দিয়ে জমি চাষ করে পানি নিয়ে মই দিলেই জমির উচু নীচু মাটি সহজেই সমান হয়ে যায়, তাই এখনো আমি গরুর হাল দিয়েই চাষা-বাদ করিয়া আসিতেছি।

Spread the love