শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেয়াঁজের দাম।

হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে কমেছে  ভারত থেকে আমদানি করা পেয়াঁজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ৩ থেকে ৫ টাকা।

গত তিন দিন আগে হিলি বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেয়াঁজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা আজ সেই পেয়াঁজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে।

দাম কমার কারন হিসেবে আমদানিকারকরা বলছেন, পেয়াজের আমদানি বেশি হওয়াতে পেয়াজের দাম কমেছে। যেখানে প্রতিদিন ভারত থেকে ২০ থেকে ২৫ গাড়ি পেয়াজ আমদানি হতো এখন ৫০ থেকে ৬০ ট্রাক পেয়াজ আমদানি হচ্ছে। সামনে কুরবানি ঈদের কারনে তারা প্রচুর পরিমান পেয়াজের এলসি করছে। আমদানিকারকরা মনে করছে আবহাওয়া ভালো থাকলে পেয়াজের দাম স্বাভাবিক থাকবে।

হিলি কাষ্টমস সুত্রে জানায়, চলতি সপ্তাহের ২ কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৯৮  ট্রাকে ২ হাজার ৪শ ৫০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে ।

Spread the love