শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে ঢাকা-পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহী ও নীলফামারীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ঢেলুপাড়ায় নির্মাণাধীন একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ঢেলুপাড়ায় নির্মাণাধীন একটি সেতুতে কাজ করছেন শ্রমিকরা। বিষয়টি জেনে ট্রেনটি থামানো হয়। কিছুক্ষণ পর সেতুর কাজ শেষ হলে ট্রেনটি ফের চালু করা হয়। তবে ট্রেনটির নয়টি বগি সেতু পার হলেও একটি বগি লাইনচ্যুত হয়।

হিলি স্টেশন মাষ্টার রুহুল আমীন জানান, ট্রেনটি বিরামপুর থেকে ছেড়ে আসার পর ওই স্থানে পৌঁছার পর একটি বগির ৪ টি চাকা লাইন থেকে পড়ে পড়ে যায়। এতে বন্ধ রয়েছে এই রুটে ট্রেন চলাচল। ইতোমধ্যে পার্বতীপুর থেকে উদ্ধাকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Spread the love