বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে নানা আয়োজনে পালিত হলো এনটিভি’র যুগপুর্তি অনুষ্ঠান

রোমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের হিলির খবর গুরুত্ব দিয়ে প্রচারের দাবী জানিয়ে নানা আয়োজনে পালিত হলো এনটিভি’র যুগপুর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থলবন্দরের সড়ক প্রদক্ষিণ করে আবার সিএন্ডএফ এজেন্টস কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর সেখানে এনটিভি’র হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক ওরফে প্রতাপ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এজাজ আহমেদ চৌধুরী ছোটন, দিনাজপুর জেলা বিএনপি নেতা ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও বন্দরের ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন রাজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক এরফান আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা হোসনে আরা ফেন্সিসহ আওয়ামী লীগ, বিএনপি ও ব্যবসায়ি নেতারা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ডেপুটি কমান্ডার জয়নাল আবেদিন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সহসম্পাদক ও সাপ্তাহিক জিরোপয়েন্ট প্রকাশকসম্পাদক মো.নুরুন্নবী বাবু, মোহনা টিভির প্রতিনিধি আকতার হোসেন বকুল, ভোরের পাতার বিরামপুর প্রতিনিধি মাহবুব হোসেন, সাংবাদিক মুসা, সাংবাদিক আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্না, সাপ্তাহিক আলোকিত সীমান্তের নিজস্ব প্রতিবেদক ইনামুল হক ও সজীব উদ্দিন সবুজ, ব্যবসায়ি শাহ আলম প্রধান, জাহাঙ্গীর আলম ও সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এনটিভি দেশে বিদেশের দর্শকদের কাছে নন্দিত চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এনটিভি এখন তার লক্ষ্যে পৌছেছে। এনটিভি কর্তৃপক্ষ যেন তাদের চ্যানেলের সংবাদ, বিনোদন সহ সম্প্রচারিত অনুষ্ঠানের মান ধরে রেখে আরও লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয় এবং হিলি স্থলবন্দরের উন্নয়নে আরও বেশি বেশি খবর প্রচার করার আহবান জানান।

Spread the love