মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। এর পরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে প্রথমেই উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভা, হিলি স্থলবন্দর, কাস্টমসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আখিউল ইসলামসহ অনেকে।

এদিকে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর পরে কেক কেটে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

Spread the love