শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে চাহিদা বাড়ায় প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্র্রক পেঁয়াজ আমদানি হচ্ছে। সে হিসেবে এপ্রিল মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বন্দর দিয়ে ৪২২টি ট্রাকে ৮ হাজার ৮১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত মার্চ মাসে ৬৩০টি ট্রাকে ১৩ হাজার ১৬৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরে ভারত থেকে সাউথ, নাসিক, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে সুখসাগর জাতের পেয়াঁজ পাইকারিতে (ট্রাকসেল) সাড়ে ১২ টাকা থেকে ১৩ টাকা আর ইন্দোর জাতের পেঁয়াজ সাড়ে ১৫ টাকা থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসিক ও সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজিতে। দুই সপ্তাহ আগে এসব জাতের পেঁয়াজ ৫ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে এসব জাতের পেঁয়াজ ৫ থেকে ৭ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম প্রতিদিনের সংবাদকে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গিয়েছিল। এ অবস্থায় দেশে পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গিয়েছিল। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১২ টাকা থেকে ১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ১৭ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

এছাড়া আগে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও চাহিদা বাড়ায় বন্দর দিয়ে বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেয়াঁজ আমদানি হচ্ছে বলেও জানান তিনি।

Spread the love