শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাকক্ষে ইউএসএইড বাংলাদেশ ও উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি নামক একটি বেসরকারী সংস্থার উদ্যোগে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, প্রয়াসের সেচ্ছাসেবী মাজেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এতে জানানো হয় ইউনিসেফের ২০১৬এর প্রতিবেদন অনুযায়ী সর্বাধিক বাল্যবিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে পঞ্চম। বাংলাদেশে ৫২শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮বছরের বয়স হওয়ার আগেই। অনুষ্টানে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে করনীয় সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন।

Spread the love