শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে বিএসটিআই অনুমোদনহীন ৩ টি সেমাই কারখানার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা

আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে বিএসটিআই অনুমোদনহীন এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে ৩টি সেমাই কারখানার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজার নামক এলাকায়  এই অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম।

এসময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই সেমাই কারখানা ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় আব্দুর রাজ্জাক নামের সেমাই কারখানা মালিককে ৪০ হাজার টাকা, তারিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, আরেক সেমাই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, তিনটি সেমাই কারখানা মালিককে অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা গুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং সহ এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

Spread the love