শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে মন্ডপে মন্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মতো দিনাজপুরের হিলিতেও চলছে সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

সোমবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শুরু হয় এই দুর্গোৎসব। এবছর হিলিতে ২০টি পুজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজা। পুজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিটি মন্ডপ আলোকিত করা ছাড়াও আশপাশ এলাকা রঙ-বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। সর্বজনীন এই উৎসব শান্তিপুর্ণ করতে পুলিশ, আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। গুরুত্বপুর্ণ মন্ডপগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই সর্বজনীন শারদীয় দুর্গোৎসব।

Spread the love