শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি সীমান্তে বই উৎস পালিত

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : সারাদেশের ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে বই উৎসব পালিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফেউল আলম পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। পরে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী স্কুলে এই উৎসব পালিত হয়।

বই উৎসবে উপস্থিত ছিলেন ডলি মেমোরিয়াল স্কুলের সভাপতি মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম ও সালমা ইসলাম, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের উন্নতম সদস্য অলক কুমার মিন্টু, পৌর ১ নং ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক হোসেনসহ অনেকে। এ সময় সীমান্তের কমলমতী শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি।

এবছর হাকিমপুর উপজেলার ১শ ২৩টি মাধ্যমিক, প্রাথমিক, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার প্রথম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এক যোগে বই বিতরণ করা হয়।

Spread the love