শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ১৭লাখ মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার

BGBনজরুল ইসলাম খোকন, ষ্টাফ রিপোর্টার, হিলি, দিনাজপুর : হিলি সীমান্তের পার্শ্ববর্তী সোনাপুর মাঠ থেকে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১৭ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন শাড়ি উদ্ধার করেছে বিজিবি।

 

শুক্রবার রাত সাড়ে ৮টায় হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শাড়ি গুলো উদ্ধার করেন। এসময় সেখান থেকে ভারতীয় উন্নতমানের ৪শ ৩৭ পিছ শাড়ি উদ্ধার করা হয়। যাহার বিজিবি কর্তক নির্ধারিত মুল্য ১৭ লাখ ৪৮ হাজার টাকা।

 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, ভারতীয় শাড়ি নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে বহন করছে নিজস্ব গোয়েন্দা সংস্থার নিকট হতে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম সোনাপুর মাঠের মধ্যে ওৎপেতে থাকে। চোরাকারবারীদল সামনে চলে আসলে বিজিবি সদস্যরা তাদের দাড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে চোরাকারবারীর দল মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় সেখান হতে দশটি ঢোপের মধ্যে থেকে শাড়ি গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

 

অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

বার্তা প্রেরক, নজরুল ইসলাম খোকন, হিলি, দিনাজপুর,

মোবা:০১১৯১৭৭২২৭৭

 

Spread the love