বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্ত ও স্থলবন্দর পরিদর্শণ করলেন বিজিবি’র রংপুর রিজিওনাল কমান্ডার

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত ও হিলি স্থলবন্দর পরিদর্শণ করেছেন বিজিবি’র রংপুর রিজিওনালের সদ্য যোগদানকৃত রিজিওনাল কমান্ডার ব্রীগেডিয়ার জেনালের নাহিদুল ইসলাম ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল আনিছুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রিজিওনাল কমান্ডার হিলি সীমান্তের চেকপোষ্ট জিরো পয়েন্টে উপস্থিত হলে ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট ডি,এস ন্যেগিসহ ষ্টাফ অফিসারগন বিজিবি কর্মকর্তাদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উভয় সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের মধ্যে জিরো পয়েন্টে সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিজিবি রিজিওনাল কমান্ডার ব্রীগেডিয়ার জেনালের নাহিদুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা রাখতে যে সকল পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নিয়ে উভয়ে মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে তিনি জানান। আলোচনায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হকসহ অন্যান্য ষ্টাফ অফিসারগন উপস্থিত ছিলেন।

পরে রিজিওনাল কমান্ডার হিলি স্থল বন্দরের পানামা পোর্টের ওয়ারহাউজ, ওয়েব্রীজসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

Spread the love