বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস পালিত

রমেন বসাক ॥ দিনাজপুরের হাকিমপুরের হিলি ল্যান্ড কাস্টমস্ স্টেশনের উদ্যোগে শুক্রবার আর্ন্তজাতিক কাষ্টমস্ দিবস/১৮ পালিত হয়েছে।

এ উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট শূন্যরেখায় হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মো. মশিয়ার রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি স্থল বন্দরের সুপারেনটেনডেন্ট নির্মল ঘোষ ও শ্রীবাস ঘোষ, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সিএন্ডএফ এজেন্ট শাহিনুর ইসলাম শাহিন প্রমুখ। এসম হিলি ল্যান্ড কাস্টমস্ (এসি) মো. মশিয়ার রহমান মন্ডলের পক্ষ থেকে এই প্রথম বারের মতো ভারত হিলি স্থল বন্দরের সুপারেনটেনডেন্ট নির্মল ঘোসের নিকট মিষ্টি উপহার দেন। এর আগে হিলি স্থলবন্দর হতে একটি বনাঢ্য র‌্যালী বের হয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট শূন্যরেখা পর্যন্ত প্রদক্ষিণ করে।

Spread the love