শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্য্যক্রম শুরু

রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকার পর গতকাল রবিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য সহ সকল কার্য্যক্রম যথারিতি শুরু হয়েছে। এর ফলে বন্দরের শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতদিন বন্দরের সকল প্রকার কার্য্যক্রম বন্ধ ছিলো। ৭ দিন বন্ধের পর রোববার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল কার্যক্রমসহ আমদানি-রপ্তানির শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা ফিরোজ কবির জানায়, গত সাতদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও  হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো। আজকেও স্বাভাবিক রয়েছে।

Spread the love