শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় কেজি প্রতি দাম কমেছে ৩ থেকে ৪ টাকা

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়ে যাওয়ায় পাইকারী বাজারে আবারো কমেছে ভারত থেকে আমদানী করা পেঁয়াজের দাম।  দুই দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। হিলি’র পাইকারী বাজারে গত দুদিন আগে প্রতিকেজি পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৯ টাকা প্রতিকেজি দরে।

পেঁয়াজের দাম কমার কারন হিসেবে আমদানি কারক নাজমুল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টা ধর্মঘটের ফলে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজগুলো চাহিদার তুলনায় বেশি পরিমান আমদানি হওয়ায় ফলে এর প্রভাব পড়েছে পেঁয়াজের আড়ৎ গুলোতে।

কম দামে পেঁয়াজ কিনতে পারায় পাইকারদের পাশাপাশি বেচা-কেনা ভালো হওয়ায় আড়ৎদারো খুশি।

Spread the love