শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই-কমিশনার

রমেন বসাক,হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সন্দীপ মিত্র৷
বেলা ১১টায় তিনি রাজশাহী থেকে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন৷ এসময় বন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লি: পরিদর্শন করেন৷ শেষে সেখানে স্থানিয় ব্যবসায়ি, কাস্টমস্‌ কর্মকর্তা ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন৷ এ সময় ব্যবসায়িরা ব্যবসা সংক্রান্ত ভারত অংশে যেসব সমস্যার সম্মুখীন হন সেসব সমস্যা তুলে ধরলে তিনি বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন৷ এছাড়াও রংপুর বিভাগের ভিসা আবেদন কারীদের সুবিধার্থে রংপুরে খুব শীঘ্রই একটি বুথ স্থাপনের কথা জানান৷
মতবিনিময়কালে বক্তৃতা করেন, ভারতীয় সহকারী হাই-কমিশনার সন্দীপ মিত্র, হাকিমপুর ইউএনও আজাহারুল ইসলাম, বন্দর সহকারী কমিশনার সাইফুর রহমান, সুপারিনটেনডেন্ট ছাবেদ আলী, হিলি স্থল বন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক কামাল হোসেন রাজ, আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হার“ন উর রশিদ হারুন, কাষ্টমস্‌ সি অ্যান্ড এফ এজেন্টস এসোসিয়েশনের বন্দর সম্পাদক জামিল হোসেন চলন্ত, ওসি মোখলেছুর রহমান প্রমুখ৷

Spread the love