শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলেন’র ছোবলে ৭ জনের মৃত্যু

1385125968cyclone helen_28062_0নিউজ ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’ এর তান্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২ নাগাদ ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলের কৃষ্ঞা জেলার মছলিপত্তনমে আছড়ে পড়ে বলে বিশাখাপত্তনম ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র জানিয়েছে।

হেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উপড়ে পড়েছে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। অন্ধ্র উপকূলবর্তী জেলা কৃষ্ঞা এবং পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। মৃতদের অধিকাংশেরই গাছ পড়ে মৃত্যু হয়েছে বলে জানতে পারা গেছে। ঝড়ের তান্ডবে সমুদ্রের পানির উচ্চতা কয়েক ফুট উপড়ে উঠে গেছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। হেলেনের জেরে আগামী কয়েকদিন অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল এবং উত্তর তামিলনাড়ুর একাধিক এলাকায় অতিভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাষ দেয়া হয়েছে। মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Spread the love