শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোম সিরিজ খেলতে পারবেন সাকিব

Sakibবাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সকিব-আল হাসান আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠেয় জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে পারবেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার শাস্তির মেয়াদ ৪ মাস কমানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারবেন জাতীয় দলের এ অলরাউন্ডার। নিয়ম ভঙ্গের কারণে গত ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলার সময় তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছিলেন সাকিব।
বিসিবির সদ্ধান্তে জানানো হয়, ১৮ মাস অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলতে পারবেন না তিনি। বিসিবির পরামর্শে গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শাস্তি কমিয়ে দেয়ার আশ্বাস দেন। জাতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের হারিয়ে খুঁজতে ব্যস্ত, সেখানে দেশে থেকে সাকিব একক অনুশীলনে সময় পার করছেন।

Spread the love