শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেরে লজ্জ্বা পেলেও বিজয় হয়েছে বাংলাদেশের টাইগাদের

Cricetহেরে লজ্জ্বার পেলেও বিজয় হয়েছে বাংলাদেশের টাইগাদের। মাত্র ১০৮ রানেই দুর্বল হংকংয়ের বিরুদ্ধে গুটিয়ে যায় বাংলাদেশের

ইনিংস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে

টসে জিতে

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং।খেলার শুরুতেই হংকংয়ের বোলাররাদের

তান্ডবে

নিজের জন্মদিনে শূন্য রানেই ফিরে যান তামিম ইকবাল। তামিরের কিছুক্ষণ

পর

এলবিডব্লু’র ফাঁদে ফেলে ২ রান করা সাব্বির রহমানকেও ফেরান তানভির।

প্রথম ওভারে মাত্র রানেই বাংলাদেশ উইকেট শেষ। এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দেন এনামুল হক সাকিব আল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৮। নাদিম আহমদের বলে বোল্ড হওয়ার আগে এনামুল করেছেন ২৬। মুশফিকসাকিবের ৪র্থ উইকেট জুটিতে ৩৪ আশা জোগায়। ইরফান আহমদের বলে সাকিব প্যাভিলয়নে ফেরার আগে করেন ৩৪। দলকে বিপর্যয়ে রেখে মুশিফিক ফেরেন ২৩ করে। উইকেট পতনের মিছিলে রয়েছেন মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা আব্দুর রাজ্জাক। উইকেটে ৮৫ থেকে সব উইকেট হারিয়ে ১০৮। মাত্র ১৬. ওভারেই বাংলাদেশের ইনিংস শেষ।
১০৯ রানের জবাবে ব্যাট কতে নেমে হংকংয়ের ইরফান আহমেদের দৃঢ়তাপূর্ণ ৩৪ রানের সুবাদে লড়াইয়ের ইঙ্গিত দিলেও সাকিবের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সফরকারীরা। ওভার বল করে মাত্র রান দিয়ে সাকিব দখল করে উইকেট। এছাড়া আল আমিন হোসেনও নেন ২টি উইকেট। এর পরও মাত্র বল থাকতেও উইকেটে জিতে গেছে হংকং

Spread the love