শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ বিঘা জমির ধানের সঙ্গে শত্রুতা

মো.মাহাবুর রহমান॥ পূর্ব শত্রুতার জের ধরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ১৩ বিঘা জমির রোপা আমন ধানের ক্ষেত বিনষ্ট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনা ঐ জমির মালিক হবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ঐ জমিতে লাগানো ধানগাছ শুকিয়ে মরে যাচ্ছে।

দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ি উপজেলার মধ্যবর্তী এলাকায় গড়ডিংলাই গ্রামেরএ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানাযায়, ফুলবাড়ি উপজেলার গড়পিংলাই গ্রামের ইব্রাহিমের পুত্র হবিবর রহমান গড়পিংলাই মৌজার ৪ একর ৪৩ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। এবছর ঐ জমিতে তিনি আমন ধানের চারা রোপন করেছেন।

গত কয়েক দিন আগে হঠাৎ করে ঐ জমি দখলে নিতে একই গ্রামের নজমুল, স্বাধীন মিয়া, আলমগীর, হীরা, মোকছেদ আলী, মাহবুব আলম, রওশন, মোকলেছ, খিজিরসহ ১০/১১জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে আসে। এতে হবিবর রহমানের লোকজন বাধা দিলে তারা বিভিন্ন হুমকী দিয়ে চলে যায়। এব্যাপারে হবিবর রহমান ফুলবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন।

হবিবুর রহমান বলেন, ঐ ঘটনার পর থেকে জমিতে লাগানেরা ধান গাছগুলো ক্রমাগত ভাবে মরে যেতে শুরু করে।

তার দাবি জমির জবর দখল নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা তার জমিতে বিষাক্ত কীটনাশক দিয়ে ধান মেরে ফেলেছে।

জমির পার্শ্ববর্তী চাষীরা জানান, এই মরে যাওয়া ধান আর হওয়ার কোন সম্ভাবনা নেই।

ফুলবাড়ি থানার ওসি জানান, জমি দখলে অভিযোগ পেয়েছি। ঐ জমিতে কিটনাশক দিয়ে ধান নষ্ঠ করার বিষয়ে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হবে।

Spread the love