মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ জানুয়ারি দিনাজপুরে ৩টি পৌরসভায় ভোট গ্রহণ

মো. আব্দুর রাজ্জাক : দ্বিতীয় দফায় দেশের আরো ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ভোটের তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী দিনাজপুর জেলার ৩টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলি হলো দিনাজপুর, বীরগঞ্জ ও বিরামপুর।

এর মধ্যে দিনাজপুর পৌরসভায় ব্যালেট, বীরগঞ্জ পৌরসভায় ইভিএম এবং বিরামপুর পৌরসভায় ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

Spread the love