শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৮ বিশ্বকাপের ড্র শুক্রবার

২০১৮ বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও ছয় মাস বাকি। কিন্তু বিশ্বকাপ-জ্বরে এরই মধ্যে কাঁপতে শুরু করেছে গোটা ফুটবলবিশ্ব! বাছাইপর্বের ইঁদুর দৌড় শেষে এখন চূড়ান্ত পর্বে কে কার মুখোমুখি হবে, এনিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। ঝড় উঠছে চায়ের কাপে।
রাশিয়া বিশ্বকাপে কয়টি ‘গ্রুপ অব ডেথ’ থাকতে পারে বা মৃত্যুকূপে কারা পড়বে, আপাতত সেই প্রশ্নের উত্তর জানতেই উৎকণ্ঠার অপেক্ষায় ফুটবল রোমান্টিকরা। উত্তর মিলবে আগামীকাল।
১ ডিসেম্বর মস্কোয় অনুষ্ঠিত হবে ২০১৮ বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। ৩২ দল নিয়ে ড্র পদ্ধতিতে গঠিত হবে আটটি গ্রুপ। শুক্রবারের সেই মহাযজ্ঞের আগে ড্র অনুষ্ঠানের খুঁটিনাটি জেনে নেয়া যাক।
কখন শুরু ড্র অনুষ্ঠান : ১ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মূল ড্র অনুষ্ঠান।
কোথায় অনুষ্ঠান : মস্কোর ক্রেমলিন প্যালেসের কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। ঐতিহাসিক এই হলের অতিথি ধারণক্ষমতা ছয় হাজার।
Spread the love