শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৮ সালের প্রথম দিনেই দেখা যাবে ‘সুপারমুন’

ইংরেজি নতুন বছর ২০১৮ সালের প্রথম দিনেই ‘সুপারমুন’ খ্যাত বিরল দৃশ্য উপভোগ করা যাবে।

সোমবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক মান সময় দিবাগত রাত আড়াইটার দিকে এই সুপারমুন দেখা যাবে।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব খানিকটা কমে যাওয়ায় পৃথিবীর একমাত্র উপগ্রহটিকে আজ স্বাভাবিক অবস্থা থেকে ৭ শতাংশ এবং মাইক্রোমুনের চেয়ে ১২-১৪ শতাংশ বড় হবে।

বিজ্ঞানীরা বলছেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। এই সময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা ২ লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার।

আজকের পরে এবার ‘সুপারমুন’ দেখা যাবে আগামী ৩১ জানুয়ারি। সেদিন ‘সুপারমুন’ থাকবে রাহুর গ্রাসে। উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে সেই গ্রহণ। বাড়তি হিসেবে পাওয়া যাবে চাঁদের ‘লালাভ’ রূপ। নাসার মতে, এমন একটি চাঁদ দেখতে পাওয়া আমাদের জন্য বিশাল সুযোগ।

Spread the love