শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

khaদলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনের কৌশল নির্ধারণে ২০ দলের র্শীষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে সোমবার রাত পৌনে ৯টায় এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করছেন খালেদা জিয়া।

বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গাণি, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খান, ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মহিউদ্দীন ইশরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাতীয় পার্টি (জাফর) মহাসচি মোস্তাফা জামাল হায়দার ও প্রেসিডিয়াম সদস্য টিআইএম ফজলে রাব্বি। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ ও এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ অসুস্থার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।

Spread the love