শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২২ এপ্রিল থেকে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে দেশের মাটিতেই অনুশীলন করবে বাংলাদেশের ক্রিকেটাররা। ৩০ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সোমবার আকরাম খান বলেন, ‘আইসিসির বিশ্বকাপে আগে যে নিয়ম ছিল, ৩০ জনের একটা দলের নাম দিতে হতো। কিন্তু নতুন যে নিয়ম করেছে তা হলো, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১৫ জনের নাম দিতে হবে। তবে আমরা ২২ মে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তন করতে পারবো আগে কিন্তু তা পাঠানো যেতো না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাকেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে ২২ এপ্রিল থেকে আমাদের অনুশীলন শুরু হবে। আমরা ১৫ জন দল দিবই তা ছাড়া স্ট্যান্ড বাই খেলোয়াড়সহ ২২-২৩ জন কে নিয়ে অনুশীলন শুরু করবো। তবে আয়ারল্যান্ড সরফরে যাওয়ার আগে আমরা বাংলাদেশেই অনুশীলনটা করবো। তারপর ১ মে আয়রল্যান্ড সফরে যাব আমরা। তারপর ১৮ মে আমরা ইংল্যান্ড যাব। সেখানে ২৩ মে পর্যন্ত অনুশীলন করবো।’

বিশ্বকাপে ১৫ জনের জন্য দল ঘোষণা করা হলেও দলে ২২-২৩ জন কেন রাখা হচ্ছে। এমন প্রশ্নে আকরাম খান বলেন, ‘ভিসা নিয়ে অনেক সময় সমস্যা হয়। ফলে দ্রুত আমরা খেলোয়াড় পাঠাতে পারি না। তাই আমরা ৩০-৩৫ জনের ভিসা করে রাখবো।’

Spread the love