শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২২ মে থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু-রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। চলবে ২৬ মে পর্যন্ত। আর রেলের ফিরতি টিকিট বিক্রি ২৯ মে শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত।

বুধবার রাজধানীর রেলভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান ।

তিনি বলেন, ‘২২ মে দেয়া হবে ৩১ মের টিকিট, ২৩ মে দেয়া হবে ১ জুনের, ২৪ মে দেয়া হবে ২ জুনের, ২৫ মে দেয়া হবে ৩ জুনের এবং ২৬ মে দেয়া হবে ৪ জুনের টিকিট।’

মন্ত্রী বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ কিংবা ৬ জুন ঈদুল ফিতর পালিত হবে। তবে আগামী ৫ জুন ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।’

Spread the love