শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৯ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু হচ্ছে

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। ৬টি দেশের জাতীয় দলের অংশগ্রহনে এই টুর্ণামেন্ট আগামী ২৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দেশগুরো হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ।

ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে টুর্নামেন্টের ফিক্সচার। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ঢাকার বাইরে সিলেটে তিনটি ম্যাচ ও একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি।

সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজিত হয়েছিল ১৯৯৯ সালে। এরপর গত ১৫ বছরে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়নি।

Spread the love